১:- প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র বরাবর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হেল্পলাইন সেন্টারের কর্মকর্তার ওয়াটস্যাপ অথবা অধিদপ্তরের আবেদন ফর্মে সাবমিট করতে হবে। অসম্পুর্ন ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে
২:- আবেদন করতে স্পষ্টভাবে প্রার্থীর (ক) নিজের জাতীয় পরিচয়পত্র (খ) পিতার জাতীয় পরিচয়পত্র (গ) নিজের নাগরিক সনদপত্র (ঘ) পুলিশ ক্লিয়ারেন্স কপি (ঙ) সক্রিয় মোবাইল নাম্বার (চ) জেলার নাম (ছ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অবশ্যই থাকতে হবে।
৩:- প্রত্যেক আবেদনকারী প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের জন্য অধিদপ্তর থেকে প্রবেশপত্রে রোল নাম্বার প্রদান করা হবে।
৪:- প্রবেশপত্রে দেওয়া পরীক্ষার রোল নাম্বার অধিদপ্তরের এডিশনাল অফিসারের নিকট সঠিক জানান না দিতে পারলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না প্রার্থী, সেক্ষেত্রে অবশ্যই অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত প্রবেশপত্রের রোল নাম্বার মনে রাখতে হবে।
৫:- যে কোন প্রকার তদরীব/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৬:- মোখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সর্বনিম্ন ৭০ মার্ক পেতে হবে। পরীক্ষা গঠন হবে ১০০ মার্কের।
৭:- চাকরীর সিলেকশন হলে ফরওয়ার্ড করা ওয়েবসাইট লিংকে প্রবেশ করে অধিদপ্তরের নগদ একাউন্ট নাম্বারে ১২৩৩ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংক ড্রাফট সম্পন্ন করতে হবে।
০৮:- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভেরিফাইড ওয়েবসাইটে বর্ণীত নগদ নাম্বার ব্যাতিত অন্য কোনো নাম্বারে ১২৩৩ টাকা ব্যাংক ড্রাফট সম্পন্ন করলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দায়বদ্ধ নয়।
০৯ :- ব্যাংক ড্রাফট সম্পন্ন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হেল্পলাইন সেন্টার বিভাগীয় কর্মরত কর্মকর্তাদের সহায়তায় চাকরীর নিশ্চায়ন বুঝে নিতে হবে।